ডিসেম্বরে কুয়াকাটায় বাংলাদেশ ফেস্টিভ্যালে অনেক ছাড় 

0
73

পটুয়াখালী: ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল কুয়াকাটা’ উপলক্ষ্যে পর‌্যটকদের সেখানকার আবাসিক হোটেল-মোটেল গুলোতে ৫০ শতাংশ ছাড় দেয়া হচ্ছে। এছাড়া ট্যুর অপারেটরদের মুনাফামুক্ত ট্যুর প্যাকেজ, হোটেল-রেস্তোরায় ২০ শতাংশ, শুঁটকি মাছে ২০ শতাংশ, ফিসফ্রাই ২০ শতাংশ, ফ্রি ট্যুর গাইড সার্ভিস, ইজি বাইকে ৩০ শতাংশ ছাড় দেয়া হচ্ছে।  

‘মুজিব’স বাংলাদেশ’ উদযাপনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত বাংলাদেশ ফেস্টিভ্যালের ধারাবাহিকতায় এবার উৎসবটি আয়োজিত হচ্ছে। বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় কুয়াকাটায় হোটেল বিচ-হ্যাভেনের হলরুমে আয়োজিত এক সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ ঘোষণা দেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু তাহের মুহাম্মদ জাবের।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক মো. মহিবুল্লাহর সভাপতিত্বে এছাড়াও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: ওবায়দুর রহমান। এছাড়া স্ব-শরীরে উপস্থিত ছিলেন কুয়াকাটা স্টেক হোল্ডারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার, কুয়াকাটা ট্যুর গাইড এসোসিয়েশনের সভাপতি কেএম বাচ্চু, রেস্টুরেন্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক কলিম মাহমুদ, হোটেল-মোটেল এমপ্লয়িজ এসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ, কুয়াকাটা শুঁটকি মার্কেট সমবায় সমিতির সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ, ফিসফ্রাই মার্কেটের সভাপতি মো. মিজানুর রহমান প্রমূখ।

বিভাগীয় পর্যায়ের পর্যটনকে ব্র্যান্ডিং এর উদ্দেশ্যে বিভাগীয় ফেস্টিভালের আয়োজন করে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। বরিশাল বিভাগের ফেস্টিভ্যাল আয়োজন করা হয় পটুয়াখালীর কুয়াকাটায় আগামী ১ ও ২ ডিসেম্বর।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here