বার্সেলোনায় বিধ্বস্ত রিয়াল, রেকর্ড হলো না

0
60

নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে বিধ্বস্ত করলো অতিথি বার্সেলোনা। নতুন কোচ ফ্লিকের অধীনে চলতি মৌসুমে কাতালান ক্লাবটি যে দুর্দান্তপনা দেখাচ্ছে তারই নমুনা সারা বিশ্বের ফুটবলামোদীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা এল ক্ল্যাসিকোয় পাওয়া জয়টি। এ জয়ে স্বাগতিক রিয়াল যে ৪৩ ম্যাচে অপরাজিত থেকে বার্সেলোনার রেকর্ডটিতে ভাগ বসাতে চেয়েছিল তা আর হলো না।

রবার্ট লেভানডোভস্কি বিরতির পর তিন মিনিটের মধ্যে দুই গোল দেন। আরেকটি করে গোল দেন লামিনে ইয়ামাল ও রাফিনহা। তাতে নিজের প্রথম এল ক্ল্যাসিকো বিফলে গেল কিলিয়ান এমবাপের। অপরদিকে এ জয়ে রেকর্ডটি অক্ষত থাকলো লিওনেল মেসির স্মৃতিধন্য বার্সা। এ জয়ে আগে থেকে স্পানিশ লিগের শীর্ষে থাকা ফ্লিকের দলের রিয়ালের সাথে ব্যবধান বেড়ে দাড়ালো ছয়ে।

চলতি মৌসুমে বার্সেলোনার যে জয়যাত্রা চলছে তার মুলেও আছে রিয়ালের বিরুদ্ধে যে তিনজন গোল করেছেন তারাই। পরিসংখ্যান বলছে লেভানডোভস্কি এ মৌসুমে১৬ গোল করেছেন। অপরদিকে রাফিনহা ও ইয়ামালের গোলসংখ্য যথাক্রমে ১২ ও ১১টি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here